বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হৃদয় জুড়ে মাতৃভাষা

নতুনধারা
  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

মাতৃভাষা হলো মানব অস্তিত্ব রক্ষার প্রধান একটি অবলম্বন। যে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রম্নয়ারি বাঙালি প্রাণ দিয়েছিল, সেই ভাষার ব্যবহার ও চর্চা সম্পর্কে তরুণ সমাজের যথাযথ সচেতনতা নেই। বর্তমানে তরুণদের মধ্যে ইংরেজি ভাষার ব্যবহার ও চর্চাই বেশি। বর্তমানে তরুণরা আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে উচ্চশিক্ষা অর্জন, চাকরি, অফিস-আদালতসহ প্রতিক্ষেত্রেই ইংরেজি ভাষাকে বেশি প্রাধান্য দিচ্ছে। ফলে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ সম্ভব হচ্ছে না; নিজস্বতা হারাচ্ছে বাংলা ভাষায়। তরুণ সমাজ সচেতন হলেই বাংলা ভাষার ব্যবহার ও চর্চা বৃদ্ধি পাবে, এই ভাষাকে প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখা সম্ভব হবে। তাই এই মাতৃভাষাকে ও একুশের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে তরুণ সমাজকে।

সিদরাতুল মুনতাহা

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে