শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলা ভাষার প্রয়োগ হোক সর্বস্তরে

নতুনধারা
  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

শহীদ সালাম, বরকত, জব্বারের হাত ধরে যে ভাষার জন্য আন্দোলন করেছে সেই বাংলা ভাষাকেই আজ আমরা ভুলতে বসেছি। দেশে গড়ে উঠা ইংরেজি মাধ্যমের স্কুল-কলেজ শিক্ষার্থীরা বাংলা ভাষায় নাকি কথা বলতে জানে না, বাংলা বলতে নাকি তাদের কষ্ট হয়; যা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমাদের সন্তানদের এ অভ্যাস থেকে বের করে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্ম দিতে হবে। চিঠি-আমন্ত্রণপত্র, তরুণ প্রজন্মের ক্ষুদে বার্তাসহ সব ক্ষেত্রে বাংলা ভাষার প্রতি জোর দিতে হবে। শুদ্ধ বাংলাভাষা চর্চা ও বাংলার ঐতিহ্য রক্ষায় সচেতনতামূলক কাজ করতে হবে এবং বাংলা ভাষার ব্যবহার সর্বত্র নিশ্চিত করতে হবে। ভাষার মাসে শপথ হোক শুদ্ধ বাংলা ভাষার চর্চা ও বাংলা ভাষার প্রচলন।

খন্দকার নাঈমা আক্তার নুন

শিক্ষার্থী, কুমিলস্না বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে