সাদাকালো অভিমান মোবাশ্বির হাসান শিপন

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
অভিমানের শরীরে বুঝি জং ধরে না! ক্ষয়ে ক্ষয়ে মিশে না মাটির পিঞ্জিরায় দিকভ্রান্ত সহিসের মতো অস্থির বিচরণ চাঁদমুখে এঁকে দেয় অদ্ভুত আঁধার। অবাক গর্জনে তার বোধের প্রাচীর ভেঙে পড়ে অকাল ঝড়ে বুকের পাঁজর। যে দিকেই যাই আমি, এলেবেলে ঘুর পথে, খুব শব্দহীন গলিত বাতাস কাঁদে- গন্তব্যহীন অতিশয় সজিব দরোজায়। কখনও আকাশের গাল বেয়ে ঝাঁঝালো ধারায় গলে গলে পড়ে; রঙহীন ও সাদাকালো অজস্র অভিমান।