যুগের চাকা ছাদির হুসাইন ছাদি

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
আমি হলাম যুগের চাকা যুগের সাথে চলি, যুগের ধুলো গায়ে মেখে যুগের কথা বলি। যুগের কাছে শেখা আমার যুগের ছবি আঁকা, যুগের তালে তাল মিলিয়ে চলে আমার চাকা। যুগের আলোয় আলোকিত আমার প্রিয় দেশ, যুগের ভালোয় সাড়া দিয়ে আছি বড়ই বেশ। যুগের কাছে দেখা আমার যুগের নিয়মনীতি, যুগের তরেই দিয়ে যাচ্ছি শেখা তন্ত্র-গীতি।