বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাংলা ভাষা এম এস ফরিদ

নতুনধারা
  ০২ মার্চ ২০২১, ০০:০০

আমি আমার মায়ের কথা বলি

মাতৃভাষা বাংলা আমার গানে

মেঠো পথের আলে হেঁটে চলি

স্নিগ্ধ কোমল পরশ লাগে প্রাণে।

বাংলা মায়ের কোলে আমি দুলি

বর্ণমালা আহা! কী যে মজা,

হৃদয় জুড়ে থাকুক মজার বুলি

হয়ে সন্দেশ মিষ্টি কিবা গজা।

স্বদেশ প্রেমের স্বদেশ ভাষার কথা

বাংলা আমার সকল ভাষার সেরা

ভাবের ভাষায় চলবে যে এই প্রথা

এই ভাষা যে মায়ায় ছায়ায় ঘেরা।

বাংলা আমার চির আপন ভাষা

চাষা, কুমোর, জেলে, তাঁতির মুখে

এই ভাষাতে মিটে মনের আশা

সব সময়ে বলি আমরা সুখে দুঃখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে