শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শহরটা যে নূর আলম গন্ধী

নতুনধারা
  ০২ মার্চ ২০২১, ০০:০০

ইট পাথরের শহরটা যে

বিষণ্নতায় ঢাকা

ভীষণ রকম ব্যস্ত সবাই

চলছে জীবন চাকা।

দিবা-নিশি কোলাহল আর

জ্যাম ও জটে জব্দ

পাই না খোঁজে পাখপাখালির

কিচিরমিচির শব্দ।

পাই না খোঁজে শীতল ছায়া

বিশুদ্ধতার ছোঁয়া

বাতাসজুড়ে মিশে আছে

ধুলো বালি, ধোঁয়া।

মন বসে না তাই যে আমার

ফিরব আপন গাঁয়ে

মহাসুখে থাকব জানি

হিজল বটের ছায়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে