কাশিয়ানীতে আদিবাসী উৎসব

প্রকাশ | ০২ মার্চ ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
আদিবাসীদের নিয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনব্যাপী আদিবাসী উৎসব পালন করল গোপালগঞ্জের কাশিয়ানীর জেজেডি ফেন্ডস ফোরামের বন্ধুরা ও সমমনা শিক্ষক সমাজ। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা এবং সমমনা শিক্ষক সমাজ যৌথ এক সভায় সিদ্ধান্ত গ্রহণ করে সমাজে অবহেলিত ও পিছে পড়া জনগোষ্ঠীর মানুষ নিয়ে কাজ করবে। পূর্বের সিদ্ধান্ত মোতাবেক কাশিয়ানী উপজেলার বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ ফ্রেরুয়ারি শনিবার আয়োজন করা হয় আদিবাসী উৎসবের। অনুষ্ঠানের শুরুতেই বন্ধুরা প্রধান অতিথি কাশিয়ানী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ মুন্‌শী ওয়াহিদুজ্জামানকে বরণ করে নেন। একে একে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের সভাপতি শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল বশার মোল্যা, অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মো. বুলবুল আহমেদ, প্রধান উপদেষ্টা মো. নিজামুল আলম মোরাদ, সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মো. বিলায়েত হোসেন, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য মো. লুৎফর রহমান লুথু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামচুন নাহার মিনাজ্জামান, মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. লুৎফর রহমান লুথু, কাশিয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী মো. ওমর হোসেনকে। শনিবার সকাল ৯টার মধ্যেই আমন্ত্রিত অতিথিরা নিজ নিজ আসনে বসে যান।কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক আলহাজ মো. বিলায়েত হোসেন স্বাগত বক্তব্য রাখেন। পর্যায়ক্রমে অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা সংগঠন দুইটির ভূয়সী প্রশংসা করে। শুরু হয় অনুষ্ঠান মালার দ্বিতীয় পর্ব আদিবাসী ছেলেমেয়েদের খেলাধুলা। দিনব্যাপী অনুষ্ঠানটি তিন ভাগে ভাগ করে ২০টি ইভেন্টে শিশুরা অংশগ্রহণ করে। ছিল আদিবাসী মহিলাদের চেয়ার সিটিং খেলা। খেলাধুলা পরিচালনা করেন শিক্ষক অমিয় ঘোষাল ও মো. বদিউজ্জামান। এ সময় শ্যামল কর্মকার, লিটন কর্মকার, সম্রাট কর্মকার, সিপন কর্মকার, পলাশ কর্মকার, দেব কর্মকার, দুর্জয় কর্মকার, রিহৃয় কর্মকার, আকাশ কর্মকার, অনুপকর্মকার উপস্থিত থেকে অনুষ্ঠানে সার্বিক সহায়তা করেন। বিকালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অথিতিরা। নিজামুল আলম মোরাদ, উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম, কাশিয়ানী, গোপালগঞ্জ।