শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

নতুনধারা
  ০৯ মার্চ ২০২১, ০০:০০

নারী সম্পর্কে সমাজকে সচেতন করতে এবং তাদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। কিন্তু সমাজে এখনো নারীদের নিরাপত্তা নিশ্চিত নয়। প্রতিনিয়ত নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের স্বীকার হচ্ছে, বাধ্য হচ্ছে আত্মহত্যা করতে। ফলে পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে চলা অনিরাপদ হয়ে উঠছে। বর্তমানে সমাজের সব কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে, তবে নিরাপত্তার সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত হয়নি। প্রাপ্তবয়স্কদের সঙ্গে সঙ্গে মেয়ে শিশুরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। নারীদের নিরাপত্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন আইন প্রণয়ন করা হলেও সেগুলোর যথাযথ কার্যকারিতা লক্ষণীয় নয়। তাই নারীদের নিরাপত্তা রক্ষার্থে সরকার ও জনগণ উভয়কেই সচেতন হতে হবে এবং নারীরা যাতে স্বাধীনভাবে সব কর্মকান্ডে অংশ নিতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সিদরাতুল মুনতাহা

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে