জোছনা ভেজা গাঁ

প্রকাশ | ০৯ মার্চ ২০২১, ০০:০০

সাইফুলস্নাহ মাহ্‌মুদ ঢাকা।
দখিনা শীতল বাতাসে মন উড়িয়ে দিয়ে ফাগুনের পূর্ণিমায় চাঁদ দেখা মিস করা অসম্ভব; সে আমি যেখানেই থাকি। গ্রাম বা শহর; এ চাঁদের এমনই এক মনমোহিনী রূপ; আমাকে অবিরাম ডেকে যায়। এ ডাক উপেক্ষা করব? আমি কোন সে মহাজন? তাই শহুরে চাঁদ দেখে, গায়ে মেখে খুঁজে ফিরি; নীল জোছনায় স্নানরতা আমার সেই শৈশবের ছোট্ট গ্রাম, আমার জোছনাযাপনের সেই সুন্দর মাঠ। হয়তো একদিন, এমনই কোনো এক পূর্ণিমা রাতে ফিরে যাব আমার সেই শ্যামল গাঁয়ে; অবশ্যই যাব..... সেদিনও পূর্ণিমা রবে, মায়াবী জোছনায় আমাকে ডেকে নেবে, আমার অতি আপন; আমার ছোট্ট গাঁ। \হ