মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রক্তে লেখা ভাষা

বাদল কৃষ্ণ বণিক
  ০৯ মার্চ ২০২১, ০০:০০

রাঙা দিনে পলাশে আগুন, মনে ফোটে ফাগুন

রক্তে রাঙানো একুশ আমায় ভাষায় দিশায় গুণ,

\হচোখে ছলছলে মায়ের ভাষা, লড়াই করা শব্দতৃষ্ণা

ছিল আশা ছিল প্রত্যাশা ছিল ক্ষুধামুক্ত হাসা,

ভাষার জন্য দিল প্রাণ, অজস্র যুবকের আত্মদান

রফিক জব্বার বরকত অজানা শহীদদের রক্তস্নান,

অগণিত মায়ের অশ্রম্ন ঝরা, ফাগুন রাঙা করা যারা

স্মরণীয় দিনের রাজপথে অলিগলিতে রক্তেমাখা।

রঙিন পলাশ ফাগুন এলো, ফেব্রম্নয়ারি এলোমেলো

ভুলা যায়নি এমন ব্যথাতুর দিনে দিনদুপুরে কালো।

কথা বলি বাংলায় প্রথম, শেষে বাংলা ভাষার মাধ্যম

সুরে তালে লয়ে গানের সরগরমে বাংলাই প্রিয়তম।

নিজের পরিচয়ে স্বস্তিবোধ, নেই কোন ছলে প্রবোধ

মনভরে কথা বলতে আনন্দ আসে প্রাণের সুবোধ।

রক্ত দিয়ে লেখা দেশের নাম, ভুলব না রক্তের দাম,

একুশ এলেই শহীদ মর্যাদা বিশ্ব দরবারে প্রীতি দাম।

কণ্ঠে ভাসে একুশের গান, গানেই যেন পাই প্রতিদান

বর্ণমালার প্রিয় অক্ষর শব্দ বুননের কবিতার সন্ধান

বাংলায় পাই সবুজের ঘাসফড়িং, কানে ক্রিং ক্রিং

যেন পাখপাখালিও সুরের মূর্ছনায় আসে থিংকিং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে