রূপ ভিন্নরূপ

প্রকাশ | ১৬ মার্চ ২০২১, ০০:০০

অভিজিত বড়ুয়া বিভু
বৃষ্টিজলে প্রথম স্নান বৃষ্টিজলে গান, বৃষ্টিজলে উঠল নেচে কচি পাতার প্রাণ। শুকনো ঝরাপাতা বৃষ্টিজলে থামে, এঁকে যায় জলছবি কষ্ট নীল খামে। ঠিক এভাবে আমাদের উত্থান আর পতন, হয়তো হচ্ছে ভিন্নরূপে যার যার মতন।