সাগরপাড়ে আনন্দ আড্ডায়

প্রকাশ | ০৩ জুলাই ২০১৮, ০০:০০

সবুজ শমার্ শাকিল
সাগরপাড়ে সীতাকুÐের বন্ধুরা
ঈদকে ঘিরে সাগরপাড়ের বেলাভূমিতে নাচ, গান ও ছোটাছুটিসহ নানা ধরনের আনন্দ আড্ডায় গত শনিবার দিনব্যাপী সময় পার করেছেন ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐের বন্ধুরা। বঙ্গোপসাগরের মৃদুতালে বয়ে আসা ঢেউ ও সবুজে ঘেরা ঝাউবনের নৈসগির্ক শোভা এবং পড়ন্ত বিকেলে সূযাের্স্তর মনমাতানো অপরূপ দৃশ্যে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় উপস্থিত সব বন্ধুর হৃদয়ে। শ্রাবণের অবিরাম বষর্ণকে উপেক্ষা করে দীঘর্ ঘোরাফেরা শেষে বিকেলে সাগরের বেলাভূমিতে ঈদ-পরবতীর্ আনন্দ আড্ডায় মেতে ওঠেন বন্ধুরা। বৃষ্টির রিমঝিম শব্দ ও উপস্থিত বন্ধুদের হাসি আনন্দে কিছু সময়ের জন্য সভাস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা ও সীতাকুÐ প্রতিনিধি সবুজ শমার্ শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাণবন্ত আলোচনায় মেতে ওঠেন ফ্রেন্ডস ফোরাম ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, সদস্য আনোয়ার সাদেক, নাজিম উদ্দিন মো. নাঈম উদ্দিন ইমন মো. তানসেল, মো. বিবলু হাসান, এফ, এইচ ইলিয়াছ প্রমুখ। ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ বলেন, ঈদ ধমর্, বণর্ নিবিের্শষে সব মানুষের মাঝে আনন্দের সৃষ্টি করে। দীঘর্ একমাস সিয়াম সাধনার পর ঈদের এ আনন্দ ধমর্প্রাণ মুসলমানদের মৈত্রী ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে। এ দিনে ছোট, বড়, উঁচু, নিচু সব বৈষম্যের ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়িয়ে নেয়। সভায় নাজিম উদ্দিন বলেন, ফ্রেন্ডস ফোরাম এমন একটি প্লাটফমর্ যেখানে বয়সের ভেদাভেদ ভুলে সবাই বন্ধুত্বের বন্ধনে সহজেই একে অপরকে প্রগাঢ় মমতায় জড়িয়ে নিতে পারে। যার মাধ্যমে সমাজে প্রচলিত বিভিন্ন ধরনের ধমীর্য় গোড়ামী, কুসংস্কার ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। প্রাণবন্ত আলোচনা শেষে উপস্থিত বন্ধুরা ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি করেন। এতে একক কণ্ঠে পরিবেশন করা মামুনুর রশিদের আধুনিক গান উপস্থিত বন্ধুদের মাঝে ভাবাবেশের সৃষ্টি করে। গান শেষে উপস্থিত সকল বন্ধু একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদ-পরবতীর্ শুভেচ্ছা বিনিময় করেন। পরিশেষে সভাপতি আড্ডায় উপস্থিত সব বন্ধুকে ধন্যবান জ্ঞাপনপূবর্ক আগামীর অনুষ্ঠানে সব বন্ধুকে উপস্থিত থাকার আহŸান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐ, চট্টগ্রাম