আইয়ুব বাচ্চু স্মরণে

ফুলপুর

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

রিয়াদ আহমেদ
কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু স্মরণসভার আয়োজন করে ফুলপুর উপজেলার জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা
‘এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাবো দূরে বহু দূরে’, ‘অভিলাষী আমি, অভিমানী তুমি... আর বেশি কঁাদালে উড়াল দেবো আকাশে’, ‘সেই তুমি কেন এত অচেনা হলে... তুমি ক্ষমা করে দিও আমায়।’ সদ্যপ্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় এই গানে গানে তাকে স্মরণ করেছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলায় জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। গত রোববার দুপুরে শেরপুর রোডস্থ সেঁজুতী সংগীত একাডেমি প্রাঙ্গণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় তাসফিক হক নাফিওর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন রিয়াদ আহমেদ। স্মরণ সভায় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা যায়যায়দিনের ফুলপুর সংবাদদাতা শাহ্ নাফিউল্লাহ সৈকত, সেঁজুতী সংগীত একাডেমির পরিচালক খালেদ শামস্ সুজন, ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ফুড ভ্যালি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জাকির হোসেন জুয়েল, আজহারুল ইসলাম, শিল্পী মধু দত্ত, আরিফুল ইসলাম শোভন, সানোয়ার হোসেন তালহা, মিজানুর রহমান সুজন, রাহাত হাসান রুপু, মিলন মিয়া, আনোয়ার পারভেজ, সাকিবুল হাসান, জুমন, পাভেল প্রমুখ। স্মরণ সভায় আইয়ুব বাচ্চুর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, দেশের সীমা ছাড়িয়েও আইয়ুব বাচ্চুর অভাবনীয় জনপ্রিয়তা ছিল। ব্যান্ড সংগীতে আইয়ুব বাচ্চু শুধু গায়কই ছিলেন না। তিনি দক্ষিণ এশিয়ার সেরা গিটারবাদক ছিলেন। তার টুং টাং শব্দ এতই মোহনীয় হয়ে উঠত উপস্থিত সবার তার প্রতিই আকৃষ্ট থাকত। রুপালি গিটার ফেলে হয়তো তিনি চলে গেছেন, কিন্তু রয়ে যাবেন অসংখ্য ভক্তের হৃদয়ে আজীবন, অনন্তকাল। এ সময় বক্তারা আরও বলেন, আমাদের দেশে শিল্পীরা সরকারিভাবে যতটা মূল্যায়ন পাওয়ার কথা ততটা তারা পাচ্ছেন না। এজন্য দেশের বহু বরেণ্যশিল্পী মনে চাপাকষ্ট নিয়েই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সরকারের প্রতি আমাদের অনুরোধ এ বিষয়টি ভেবে দেখার জন্য। উল্লেখ্য, ব্যান্ড সংগীতের জনপ্রিয় কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু গত বৃহস্পতিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। জেজেডি ফ্রেন্ডস ফোরাম ফুলপুর, ময়মনসিংহ