পূবর্ধলায় দুগার্পূজা পরিদশের্ন বন্ধুরা

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৮, ০০:০০

মো. জায়েজুল ইসলাম
জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সনাতন ধমার্বলম্বীদের বৃহৎ ধমীর্য় উৎসব শারদীয় দুগার্পূজা পরিদশর্ন
নেত্রকোনার পূবর্ধলা উপজেলার যায়যায়দিন পত্রিকার পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সনাতন ধমার্বলম্বীদের বৃহৎ ধমীর্য় উৎসব শারদীয় দুগার্পূজা পরিদশর্ন করা হয়েছে। এ উপলক্ষে অষ্টমী পূজার দিন বুধবার ফোরামের সদস্য, শুভাকাক্সক্ষী, উপদেষ্টার একটি প্রতিনিধি দল বিভিন্ন পূজাÐপে গিয়ে পূজার বিষয়ে খেঁাজখবর নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, ফোরাসের সদস্য ও ঘাগড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রাণতোষ চন্দ্র দে, মানবাধিকার ফাউন্ডেশন পূবর্ধলা উপজেলা শাখার সহসভাপতি সুকান্ত সরকার রঞ্জন, ঘাগড়া দি¦মুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফোরামের সদস্য মো. রফিকুল ইসলাম, লিটন চন্দ্র দাস, ফোরামের উপদেষ্টা মো. জায়েজুল ইসলাম প্রমুখ। এ সময় প্রতিনিধি দলটি পূবর্ধলা সদর সাবর্জনীন পূজামন্দির, মঙ্গলবাড়ীয়া শারদীয় দুগার্পূজা, কুমারখালী শারদীয় দুগার্পূজা, ঘাগড়া শারদীয় দুগার্পূজা, কালীপুর শারদীয় দুগার্পূজা, পূবর্ধলা পাটবাজার পূজামÐব, হাটধলা শারদীয়া দুগার্পূজাসহ অনেক পূজামÐব পরিদশর্ন করেন। পূবর্ধলা সাবর্জনীন পূজামন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ কুমার রায় জানান, এ বছর পূবর্ধলা উপজেলায় ৫৭টি পূজামÐবে শান্তিপূণর্ভাবে দুগার্পূজা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সবচেয়ে বেশি ব্যয়ে ডেকোরেশনে সাজানো হয় হাটধলা পূজামÐব। এই মÐবের সভাপতি অসিত চন্দ্র কর ও সাধারণ সম্পাদক জীবন চন্দ্র পাল জানান, সবার সহযোগিতার মাধ্যমে পূজামÐব সাজানো হয়েছে। সব পূজামÐব বিভিন্ন নেতাকমীর্সহ সব ধমের্র লোকজনের উপস্থিতিতে আনন্দের ঢল নামে। মন্দিরের পুরোহিত বাবুল চন্দ্রবতীর্ জানান অসুরকে বধ করতে এ বছর দুগার্ দেবী ঘোটকে এ ধরায় আভিভার্ব হয়ে সব অশান্তি দূর করে শান্তির বাতার্ ছড়িয়ে দিয়ে দোলায় চড়ে মতর্্য ত্যাগ করবেন। পূজার সব আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার সন্ধ্যায় শান্তিপূণর্ভাবে প্রতিমা বিসজর্ন দেয়া হয়। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম পূবর্ধলা নেত্রকোনা