কবিতায় এলাম

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৮, ০০:০০

হুসনে আরা পারভীন
আমি নই কোন যোদ্ধা বীর, নেই কোন অস্ত্র তলোয়ার তীর। শুধু আছে, হৃদয় মাঝে সত্যের এক ভেলা, কোথা ভাসাবো তা শেষ বেলা। কেবা শোনে কার কথা, সত্য প্রতিষ্ঠায় নেই কারো মাথাব্যথা। আমিতো এক সামান্য, চিন্তা করি অসামান্য, মিথ্যা বন্দি পৃথিবীকে পুনবার্র সত্যে সাজানোর জন্য। সুযোগ নেইতো বলার, করার কিছু, আমি দিশেহারা, ছুটে যাই কার পিছু! কবিতা হঠাৎ ঐ হিমেল হাওয়ায় এসে, দিল নাড়া আমার উদাস কেশে। কবিতার স্বপ্ন রাঙানো স্পশর্ পেলাম, আমি তাইতো সত্য বলার কবিতাতেই এলাম।