শুধু একটু ভালোবাসা

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
পাগলের মতো তোমার পেছনে ঘুরঘুর করেছিলাম শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে। ভিক্ষুকের মতো বারবার তোমার কাছে হাত পেতে ছিলাম শুধু একটু ভালোবাসা পাওয়ার জন্য। তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। দূরদূরান্ত থেকে ছুটে আসতাম তোমাকে একটু দেখব বলে। চৈত্রের কড়া রোদ্রেও তোমার আসা-যাওয়ার পথ চেয়ে থাকতাম; আষাঢ়-শ্রাবণের বৃষ্টিতেও ভিজতাম। তুমি আমাকে পাত্তা না দেওয়ার কারণে নিজের গা থেকে রক্ত ঝরাতাম। তোমার নামের প্রথম অক্ষরটাও হাতে খোদাই করে লিখে রাখতাম। এমন কি তোমার বিরহে আত্মহত্যার পথও বেছে নিতাম। ভাগ্যকর্মে এখনো বেঁচে আছি- না বেঁচে থাকার মতোই। তুমি একদিন বুঝতে পারবে কী পরিমাণে তোমাকে ভালোবেসে ছিলাম। হয়তো, সেদিন আমি না ফেরার দেশে থাকব। শেখ সজীব আহমেদ টঙ্গীবাড়ি, মুন্সীগঞ্জ।