কী এমন ক্ষতি

প্রকাশ | ২৩ নভেম্বর ২০২১, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
কী এমন ক্ষতি হয়- একটু নিড়ানি দিলে? একটু নিড়ানি... দ্যাখো নিতান্ত নিরীহের মতো শুয়ে আছি তবু আমার বুকে এক হাঁটু দূর্বা- অস্তিত্বের দখল নিয়েছে বর্গীর মতন। উত্তরা বাতাসের হিম ধরা শিশির অনাদরে ভিজিয়ে দেয় বুকের পাঁজর। কি এমন ক্ষতি হয়- একটু নিড়ানি দিলে? একমুঠো রোদ্দুরে আমার অন্ধকার না হয় নির্বাসনে যাবে- তোমার নিড়েনেওতো জং হারিয়ে চকচক করবে যৌবতী তকমায়!