পিপাসা

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

পিংকী আচাযর্
যন্ত্রণাগুলো মন্ত্র বলে, লুকিয়েছি খুব গোপনে। স্বপ্নগুলো স্বপ্নমালা গঁাথি আপন মনে। জানি বৃথা স্বপ্ন দেখা, সঙ্গী আমার হু হতাশা। জন্ম থেকেই পোড়ামুখী, নয়ন বারিতে মিটাই পিপাসা। সামনে দিকে এগুতে চাই, পেছন ফিরে না তাকাই। নিয়তি কেন বারেবারে, সহ্য করতে শিখায়?