সীতাকুÐে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ০০:০০

সবুজ শমার্ শাকিল
জেজেডি ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়
সীতাকুÐের লায়ন্স ক্লাবের উদ্যোগে ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের সহযোগিতায় এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। গত বুধবার দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডস ফোরামের পাশপাশি অংশগ্রহণ করেন লিও ক্লাব অব চিটাগাং সীতাক্Ðু, লিও ক্লাব অব চিটাগাং লিবাটির্, লিও ক্লাব অব চিটাগাং মহানগর, লিও ক্লাব অব চিটাগাং অগ্রণী, লিও ক্লাব অব চিটাগাং মহানগর। লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশানাল, জেলা ৩১৫বি-৪, বাংলাদেশের অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুÐ, লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণী এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ চিকিৎসা ক্যাম্পে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা, ওষুধ বিতরণ, বøাড গ্রæপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। সকালের শুরুতে চট্টগ্রাম জেলার প্রথম ভাইস গভনর্র লায়ন কামরুন মালেক এমজেএফ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাযর্ক্রমের উদ্বোধন করেন। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ৩১৫বি-৪, বাংলাদেশের কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ জাহেদুল ইসলাম চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আশরাফুল আলম আরজু, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়াটার্র) লায়ন মীজার্ আকবর চৌধুরী খোকন, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়াটার্র) লায়ন ওসমান গণি, গভনর্র এডভাইজার লায়ন শওকতুল ইসলাম, জেজেডি ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা ও সীতাকুÐ প্রতিনিধি সবুজ শমার্ শাকিল, ফ্রেন্ডস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, লায়ন্স ক্লাব চিটাগাং সীতাকুÐের সভাপতি লায়ন নুরুল আবছার চৌধুরী, লায়ন্স ক্লাব অব চিটাগাং অগ্রণীর প্রেসিডন্ট লায়ন কামরুল হাসান হারুন, সেক্রেটারি মোহাম্মদ বশিরউদ্দীন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের সভাপতি লায়ন হাসান আকবর, লায়ন্স ক্লাব অব সীতাকুÐের প্রথম সহসভাপতি লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন, সেক্রেটারি লায়ন মো. বেলাল হোসেন, ট্রেজারার লায়ন কামাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি লায়ন আবুল হাসনাত, লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, লায়ন জিয়া উদ্দিন বাবলু, লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবাটির্ সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ, সেক্রেটারি লায়ন এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু, লায়ন রাসেল চৌধুরী, লায়ন সাজ্জাদ হোসেন, লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটনের লায়ন কে সামি আহমেদ, লায়ন এ এম মাহি, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজিজুল হক সাংবাদিক লিটন কুমার চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম বিএসসি, ফ্রেন্ডস ফোরাম সদস্য আমির হোসেন বাদশা, জহিরুল ইসলাম জহির, মোয়াজ্জেম হোসেন সুমন, ছাত্রলীগ নেতা শাহদাত হোসেন কামরুল, তবরেজ ও তুষার প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি লায়ন কামরুন মালেক বলেন, সেবা ও সহায়তার ব্রত নিয়ে মানুষের পাশে দঁাড়ানোর যে অপার শান্তি, তা পেতেই পৃথিবীব্যাপী লায়ন সদস্যরা সেবা কাযর্ক্রম চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, কোনো কিছু পাওয়ার আশায় নয়, মানুষকে সহযোগিতার মানসিকতা নিয়েই কাজ করেন লায়ন সদস্যরা। পৃথিবীতে যেখানেই দুগর্ত মানুষ, সেখানেই ছুটে যান লায়ন সদস্যরা । তিনি আরো বলেন, ১৫ লাখেরও বেশি লায়ন সদস্য সেবামূলক কমর্কাÐে পৃথিবীর আনাচে কানাচে উড়াচ্ছেন লায়নিজমের পতাকা। তাই বলা হয়, পৃথিবীতে লায়নিজমের সূযর্ কখনো অস্ত যায় না। তিনি লায়ন সদস্যদের সমাজের দুস্থ এবং কম সুবিধাবঞ্ছিত মানুষদের জন্য বেশি বেশি কাজ করার আহŸান জানান। পাশাপাশি দিনব্যাপী আয়োজিত মহতী এ কমর্যজ্ঞে স্বতঃস্ফ‚তর্ অংশগ্রহণের জন্য ফ্রেন্ডস ফোরাম বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম সীতাকুÐ, চট্টগ্রাম