ফুলপুরে হুমায়ূন আহমেদের জন্মদিন পালন

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৮, ০০:০০

সানোয়ার হোসেন তালহা
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা
আধুনিক বাংলাসাহিত্যের অন্যতম কিংবদন্তি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন পালিত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় থানা রোডের ফুড ভ্যালী রেস্টুরেন্টে প্রয়াত হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। সভায় বক্তারা বাংলাসাহিত্যে তার বিশেষ অবদানের কথা তুলে ধরে বলেন, হুমায়ূন আহমেদ একাধারে তিনি ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচিত্রনিমার্তা। বাংলাসাহিত্যে তিনি যোগ করেছিলেন নতুন মাত্রা। বাংলাদেশের স্বাধীনতা পরবতীর্ শ্রেষ্ঠ লেখকদের অন্যতম হিসেবে হুমায়ূন আহমেদকে গণ্য করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা যায়যায়দিনের ফুলপুর সংবাদদাতা শাহ্ নাফিউল্লাহ সৈকত, দি জুয়েল টেইলাসের্র স্বত্বাধিকারী জাকির হোসেন জুয়েল, মেসাসর্ মান্নান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজহারুল ইসলাম, ফুলপুর অনাসর্ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি সানোয়ার হোসেন তালহা, হেলডস্ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাসফিক হক নাফিও, ফুলপুর বøাড ডোনাসের্র সভাপতি আরিফুল ইসলাম শোভন, ঈশা খান, নাঈম ইসলাম প্রমুখ।