শেরপুরে অপরাজিতের প্রকাশনা উৎসব

প্রকাশ | ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রাশেদুল হক
জেজেডি ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে সাহিত্য ভাবনার ছোটকাগজ অপরাজিতের প্রকাশনা উৎসব
বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কাযার্লয়ে গত সোমবার রাতে জেজেডি ফ্রেন্ডস ফোরামের আয়োজনে জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাহিত্যবিষয়ক সম্পাদক নাহিদ হাসান রবিন সম্পাদিত সাহিত্য ভাবনার ছোটকাগজ অপরাজিতের ১৮তম সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেজেডি ফ্রেন্ডস ফোরাম ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি রাহমান ওয়াহিদ। অপরাজিতের সম্পাদক ও জেজেডি ফ্রেন্ডস ফোরামের সাহিত্য সম্পাদক নাহিদ হাসান রবিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের সদস্য মোস্তাফিজার রহমান ভুট্টো, জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা ও শেরপুর থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) মো. বুলবুল ইসলাম, কবি শিবলী মোকতাদির, ইসলাম রফিক, জেজেডি ফ্রেন্ডস ফোরাম ও শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক, শেরপুর দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস, অপরাজিতের উপদেষ্টা তৌহিদুজ জামান পলাশ, সাংবাদিক শফিকুল ইসলাম শরীফ ও শফিকুল ইসলাম বাবলু প্রমুখ। এ সময় বক্তরা বলেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাঠক-শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরাম। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কাজ করে আসছে। এ ছাড়া বিভিন্ন সময়ে মাদক ও সন্ত্রাসবিরোধীসহ নানা কমর্সূচি পালন করে জেজেডি ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা। এ সময় তিনি আরও বলেন, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের কারণে আজ আমরা সবাই বন্ধুত্বের অকৃত্রিম বন্ধনে আবদ্ধ হতে পেরেছি। এটি এমন একটি সংগঠন, যেখানে উঁচু, নিচু, বণর্ বৈষম্য ও জাতি ভেদাভেদের কোনো স্থান নেই। বন্ধুসুলভ মনের অধিকারী যে কোনো বয়সের ব্যক্তি এ সংগঠনে এসে অনেকটা স্বাধীনভাবে কাজ করে নিজের মেধা ও প্রতিভার সাক্ষর রাখতে পারেন। তার ধারাবাহিকতাই আজকে প্রকাশনা উৎসব করা হয়েছে। এ সময় বক্তারা আরও বলেন, যারা সামাজিক কমর্কাÐ নিয়ে কাজ করতে আগ্রহী, সামাজিক অবক্ষয় রোধে যারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, যারা সুশীল সমাজ গড়তে আত্মপ্রত্যয়ী শুধু তারাই জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্য হতে পারবেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর ইসলাম, বাদশা আলম, শামীম সরকার বিদ্যুৎ, আবু বকর সিদ্দিক, সৌরভ অধিকারী শুভ, শরীফ উদ্দিন সাকিদার, উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ ও সুধিজনরা। অনুষ্ঠানে অতিথিরা লিটলম্যাগ ও সাহিত্যের নানা বিষয় নিয়ে আলোচনা ও পযাের্লাচনা শেষে অপরাজিতের ১৮তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন। সাধারণ সম্পাদক জেজেডি ফ্রেন্ডস ফোরাম শেরপুর উপজেলা শাখা, বগুড়া