আষাঢ়ে ভাসলো সবই

প্রকাশ | ১৭ মে ২০২২, ০০:০০

গাজী আরিফ মান্নান
আষাঢ় মাসে বৃষ্টি ঝরে ছিটকে পড়ে টিনের ঘরে কাঁথা বালিশ ভিজে, ধনী থাকে দালানকোঠায় গরিব কষ্টে খাবার জোটায় পায় যদি তা নিজে। সকাল দুপুর বৃষ্টি পড়ে চাল উড়ে যায় দমকা ঝড়ে একটু বাতাস হলে, বানের জলে সব ডুবে যায় খাবার পাবে কোথায় যে হায় সবই পানির তলে। ভিটে মাটি সব হারিয়ে কষ্ট সয়ে রয় দাঁড়িয়ে আঁখি ভাসে জলে, হাজার পশু যায় যে মরে গরিব কাঁদে বিলাপ করে সব হারালো বলে।