শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গাঁয়ের কথা

আহমাদ কাউসার
  ১৭ মে ২০২২, ০০:০০

সবুজ মাঠের পরে আবার

বাঁকা নদীর তীর

বৃক্ষলতায় ঢাকা দু'কূল

পাখি বাঁধে নীড়।

দখিন বাতাস ঢেউ তুলে যায়

যেন তলোয়ার

কূলঘেঁষে ওই কচুরিপানা

নাচে মনোহার।

হেলেদুলে ডিঙা বেয়ে

যাচ্ছে মাঝি দূর

বাউলা গানের তাল তুলেছে

কণ্ঠ সুমধুর।

গাছের শাখে কিচিরমিচির

নানান পাখির ডাক

বুনোফুলের হাসি ভরা

ওই যে নদীর বাঁক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে