বকশীগঞ্জে আলোচনা সভা

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
বকশীগঞ্জে অসাম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে একঝঁাক তরুণ সৃজনশীল মেধাবীদের নিয়ে ফ্রেন্ডস ফোরামের উপজেলা কমিটি গঠন
জিএম ফাতিউল হাফিজ বাবু জামালপুরের বকশীগঞ্জে অসম্প্রদায়িক দেশ গঠনের লক্ষ্যে একঝঁাক তরুণ, সৃজনশীল, মেধাবীদের নিয়ে দৈনিক যায়যায়দিনের পাঠক সংগঠন জেজেডি ফ্রেন্ডস ফোরামের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত ৮ জুলাই রোববার বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে এ কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক যায়যায়দিনের বকশীগঞ্জ সংবাদদাতা ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তরা বলেন, সংবাদপত্র শুধু প্রচার যন্ত্র নয়। সংবাদপত্র হলো সমাজের দপর্ণ। সংবাদপত্র ও সাংবাদিকদের কাছ থেকে জাতি অনেক কিছু আশা করে।  বতর্মান প্রেক্ষাপটে দেশে যেভাবে মাদকের ছড়াছড়ি শুরু হয়েছে এতে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে যুব সমাজ। তাই সামাজিক এই দায়বদ্ধতা থেকেই দেশের প্রথম সারির জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের পাশাপাশি ফ্রেন্ডস ফোরাম  সংগঠনের মাধ্যমে দেশের সব জেলা উপজেলায় যুব সমাজকে নৈতিক ও আদশির্ক চিন্তা চেতনায় উদ্বুদ্ধ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় যায়যায়দিন পত্রিকার সহযোগী সংগঠন ফেন্ডস ফোরাম সত্যের পক্ষে সাহসী ভূমিকা রাখবে। আশা করি এতদাঞ্চলে এ সংগঠনের পতাকাতলে যুব সমাজ একত্রিত হয়ে নিযাির্তত নিপীড়িত অসহায় ও বঞ্চিত মানবতার কল্যাণে এগিয়ে আসবে এবং দেশ জাতি, সমাজ ও রাষ্ট্রের প্রত্যেক স্তরেও অবদান রাখবে। এ কাযর্ক্রমকে সহযোগিতার মাধ্যমে দৈনিক যায়যাযদিন  পত্রিকার প্রচার ও প্রসারকে বেগবান করার জন্য আহŸানও জানান। পরে সবর্সম্মতিতে রকিবুল হাসান বিদ্রোহী কে সভাপতি, এইচএমটি সুমন রেজাকে সাধারণ সম্পাদক ও আশিকুর রহমান তোলনকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ ছাড়াও কমিটিতে ৩ জন সহসভাপতি হলেনÑ মো. মামুন সরকার, সুমি আক্তার ও মো. নাজমুল হাসান। ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক হলেনÑ নুর শাহীনা আক্তার ও রায়হান ইসলাম তপু। অথর্ সম্পাদক মো. সাইদুর রহমান, দপ্তর সম্পাদক মো. রনি মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক পাবেল মিয়া, প্রচার ও জনসংযোগ সম্পাদক সা’আদ আহমেদ নয়ন, ক্রীড়া সম্পাদক মো. আরমান, আন্তজাির্তক সম্পাদক আক্তারুজ্জামান বাবু , শিক্ষা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক ফাতেমা আক্তার । কাযর্করী সদস্যরা হলেনÑ আবু রায়হান, নাসিম হাসান, শাহীনুর ইসলাম শাহীন, মো. সোহেল মিয়া, মো. রিপন মিয়া, মো. শামীম মিয়া, মো. উজ্জল মিয়া, আজিম হাসান লিটন, মো. নুরনবী, মাহমুদুল হাসান শাকিল মিয়া, মেরি আক্তার, জেরিনা আক্তার, সেলিম রেজা, রহিম বাদশা, মুনমুন আক্তার, বিল্লাল হোসেন, শিরিনা আক্তার শিমু, রাজু মিয়া, রুপালি আক্তার, মেরি তাহসিন, রবিউল ইসলাম, সম্পা আক্তার, মনিরা আক্তার ও লিপি আক্তার। নতুন কমিটির সদস্যরা জেজেডি ফ্রেন্ডস ফোরামকে এগিয়ে নিতে সবার্ত্মক সহযোগিতা করার ঘোষণা দেন। উপদেষ্টা জেজেডি ফ্রেন্ডস ফোরাম বকশীগঞ্জ, জামালপুর