বষার্ মানে

প্রকাশ | ১০ জুলাই ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বপন শমার্ বষার্ মানে সবাই জানে কদম ফুলের গন্ধে, সুবাস ছড়ায় মনটা ভরায় সকাল দুপুর সন্ধ্যে। বষার্ মানে ধরার পানে টাপুর-টুপুর বৃষ্টি, মেঠো পথে গাড়ি-রথে কি অনা সব সৃষ্টি! বষার্ মানে ব্যাঙের গানে সুর ও ছন্দের তালে, মাছে-সাপে হয় মিতালী ডোবা পুকুর খালে। বষার্ মানে মেঘের টানে ডোবা-নালা ভরে, সাপে ব্যাঙে নানান ঢঙে শুধুই খেলা করে। সদস্য, জেজেডি ফ্রেন্ডস ফোরাম উলিপুর-কুড়িগ্রাম