মুক্তির সংগ্রাম

প্রকাশ | ১৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মোবাশ্বির হাসান শিপন
একাত্তর, যুদ্ধ শেষ এলএমজি কঁাধে ঝুলিয়ে ফিরছি আপন ঠিকানায়। চারিদিকে আনন্দের বান, লাল-সবুজের মাঝে আমার স্বপ্নের স্বদেশ; ছাপ্পান্ন হাজার বগর্মাইল। নতুন পতাকা, সবুজ জমিনে লাখো শহীদের রক্তের বৃত্ত। বাড়ি ফিরে দেখি শূন্য ভিটা কয়েকটি পোড়া খুঁটি ঠঁায় দঁাড়িয়েÑ হালকা বাতাসে ছাই উড়ছে। মা নেই, বাবা নেই! ভাইবোন কেউ নেই! আমি জিজ্ঞেস করব কাকে? দুই হাজার আঠারো, রিকশায় ঠন ঠন করে বেঁচে আছি। ঝাপসা চোখে ফেরারি স্বপ্নরা কড়া নাড়ে মুক্তির দরজায়। মুক্তির মুখে সুই-সুতার ব্যান্ডেজ মুক্তির বুকে কালো বাজারি মুক্তির আকাশে বিদেশি শকুন মুক্তির হৃৎপিÐে ইয়াবা ফেনসিডিল আমৃত্যু অপেক্ষায় আছি; আগামীর আলো জ্বালাতে কেউ একজন বজ্রকণ্ঠে ফের ডাক দেবে- এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম!