শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাশিয়ানীতে শিক্ষকদের সম্মাননা প্রদান

মো. নিজামুল আলম মোরাদ
  ১৯ জুলাই ২০২২, ০০:০০

গোপালগঞ্জের কাশিয়ানীতে জেজেডি ফ্রেন্ডস ফোরাম ও সমমনা শিক্ষক সমাজের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কাশিয়ানী প্রেস ক্লাবে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক নিজহাল ইন্ড্রাস্টিয়াল প্রাইভেট লি.-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ রাসেল রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মো. শহিদুল ইসলাম, মোরাদ, বিশিষ্ট ব্যবসায়ী সমমনা শিক্ষক সমাজের পৃষ্ঠাপোষক বুলবুল আহমেদ। সমমনা শিক্ষক সমাজের সভাপতি আলহাজ বেলায়েত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস ফোরামের সহ-সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. সুলতানুল আলম খান, কাশয়ানী প্রেস ক্লাবের সহ-সভাপতি সমমনা শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেন, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মো. হাবিবুর রহমান হানিফ, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান দুলাল, প্রেস ক্লাবের কোষাধক্ষ্য মো. তাইজুল ইসলাম টিটন, সাংবাদিক শহিদুল আলম মুন্না, সমমনা শিক্ষক সমাজের অর্থ সম্পাদক শেখ মো. নূর মোহাম্মদ, সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মোল্যা আবুল বসার, ফ্রেন্ডস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন সিজু, প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ। আনুষ্ঠানিকভাবে সংগঠন দুইটি উপজেলা এলাকার মোট ১২ জন শিক্ষককে এ সংবর্ধনা দেয় হয়। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল গোপী মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক কাজী জাহাঙ্গীর আলম, সাবেক সহকারী শিক্ষক নড়াইল এম এম মান্নান উচ্চ বিদ্যালয়, মো. ওবায়দুলস্নাহ বরকতী, সাবেক সহকারী প্রধান শিক্ষক, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়, মো. আবুল কালাম আজাদ, সাবেক সহকারী শিক্ষক, জয়নগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, মো. হারুনার রশিদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক, রাতইল নায়েবুন্নেছা ইনস্টিউটিউশন, মো. মনজুরুল আলম, সাবেক উপাধ্যক্ষ, কাজী মাওলানা ফজলুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক, কাশিয়ানী এম.এ. খালেক বিশ্ববিদ্যালয় কলেজ রবিন্দ্রনাথ দাস, সাবেক সহকারী প্রধান শিক্ষক, বাথানডাঙ্গা উচ্চ বিদ্যালয়, মো. হারুন অর রশিদ, সাবেক সহকারী শিক্ষক, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, নুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক কাশিয়ানী জি.সি. পাইলট উচ্চ বিদ্যালয় বিভূতি বিকাশ ঘোষ, সাবেক প্রধান শিক্ষক, রাজপাট উচ্চ বিদ্যালয়, সুবোধ কুমার দাস, সাবেক সহকারী শিক্ষক আলহাজ মাজড়া এ.জি উচ্চ বিদ্যালয়, শ্যামল কান্তি টিকাদার। সংবর্ধিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অথিতিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে