অশ্রম্ন ঝরা আগস্ট

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

মুহাম্মদ হাফিজুর রহমান
আগস্ট এলে শিউরে উঠে মনে জাগে শোক, বাংলার খোকা বিদায় নিল অশ্রম্ন ঝরা চোখ। আগস্ট এলে শিউরে উঠে পলাশ শিমুল ডাল, রক্ত মাখা রাজ পথ দেখে পাপড়ি হলো লাল। আগস্ট এলে শিউরে উঠে সবুজ দেশের মাঠ, পদ্মা ভাঙে মেঘনা ভাঙে ভাঙে নদীর ঘাট। আগস্ট এলে শিউরে উঠে বারুদ পোড়া গন্ধ, পেলাম আজি বাংলার বুকে স্বাধীনতার ছন্দ।