গগনচুম্বী শেখ মুজিব

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

দিপংকর দাশ
ওই যে দূরের অটল পাহাড় ঊর্ধ্বমুখী ঠাঁয় দাঁড়িয়ে দেখছে আকাশ ডাকছে তাকে না ঝুঁকে তার হাত বাড়িয়ে। ওই যে পাখি উড়ছে স্বাধীন ঝাঁপটে ডানা নীল আকাশে ফুলের সুবাস যাচ্ছে মিলে স্নিগ্ধ কোমল বন বাতাসে। ওই যে সাগর গর্জে ভীষণ আচড়ে পরে ডাঙার বুকে জোয়ার-ভাটা যাইবা আসুক টলে না ডরে না দুখে। ঠিক তেমনই শেখ মুজিবুর তর্জনী তার গগনমুখী তার ছায়াতেই বীর বাঙালি বিজয়ী স্বাধীন ও সুখী।