আগস্টের ছড়া

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

বিচিত্র কুমার
আগস্ট এলে দুঃখ ঝরে চোখের পাতায় পাতায়, মুজিবের রক্তছবি অশ্রম্ন ঝরায় ব?্যথায়। আগস্ট এলে কৃষ্ণচূড়ার রঙিন হয় ডাল, সজীব সব প্রাণগুলো রক্তে রঙিন লাল। আগস্ট এলে চোখের জলে রক্ত নদী ভাসে, ব?্যথার ছবি ঘুরে ঘুরে হৃদয় জমিনে আসে। আগস্ট এলে কেঁদে ওঠে বাঙালির প্রাণ, তার শোকেতে গাই আমরা দুঃখ শোকের গান।