ছোট্ট রাসেল

প্রকাশ | ০৯ আগস্ট ২০২২, ০০:০০

মুজাহিদুল ইসলাম
ছোট্ট রাসেল ফুল-পাখিদের পেলে, সময়গুলো কাটাত সে তাদের সাথে খেলে। ছোট্ট রাসেল কোথায় গেল হেরে, বাবা-মায়ের খুব মমতায় উঠছিল সে বেড়ে। ছোট্ট রাসেল বলত মনে মনে, মনের কথা জনের কথা ফুল-পাখিদের সনে। ছোট্ট রাসেল আর না কথা বলে, তারা হয়ে দূর আকাশে মিটিমিটি জ্বলে।