শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অশ্রম্নঝরা ১৫ আগস্ট

মো. বোরহান উদ্দিন
  ১৬ আগস্ট ২০২২, ০০:০০

বুক ভরা দুঃখ নিয়ে লিখেছি কত কথা

শোক সাগরে ভেসে উঠল বঙ্গবন্ধুর ব্যথা

পরাধীনতার শিকল ভেঙে এনে দিল দেশ

সীমার হয়ে মারল বুলেট

পরিবার করল শেষ।

শ্যামল বাংলার ফুল বাগানে ফোটল তোমার নাম

শোক সাগরে ঢেউ উঠেছে করব শোকের গান

লড়াকু হয়ে জন্ম দিল বাংলাদেশের নাম

স্বাধীন দেশের বিজয় নিশান এনে দিল শেখ মুজিবুর রহমান

কেমন মায়ের কেমন ছেলে রাখত দেশের মান

ঘাতক চক্র বেইমানিতে কেড়ে নিল তার প্রাণ

গহিন বনের পথ ধরিয়া আমরা চলি মাঠে

রাত আকাশে কত তারা শোক সাগরের ঘাটে।

দিন রজনী সাঙ্গ হলো উষার আলো ঘরে

তোমার জন্য লক্ষ মজিব কেঁদে কেঁদে মরে

পদ্মা মেঘনা যমুনাতে আছে যত পানি

রক্ত লাল শোকের বন্যা উছলিয়ে উঠছে জানি

১৫ আগষ্ট জাতির মনে আছে যত ব্যথা

শোক বইতে কেঁদে কেঁদে লিখছে কত কথা

বাংলা মায়ের সোনার সন্তান করিসনে তোরা ভয়

জাতির পিতার শোকে জাতি কাতর কেমনে দেহে সয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে