প্রকৃতি ও তুমি

প্রকাশ | ০১ জানুয়ারি ২০১৯, ০০:০০

প্রকৌ. মো. আনোয়ার হোসেন
শূন্যতা, তুমি বিহনে কেবলই শূন্যতা... প্রকৃতি আপন মহিমায় দেয় কিছু পূণর্তা! তুমি আর প্রকৃতি যেন একই সূত্রে গঁাথা উভয়ের মাঝে পাই কি সুখ কি মায়া। পূণর্ জ্যোৎস্নায় সাগরের জোয়ারে ঢেউ তুমি ছাড়া মনে জাগায় না এমন ভালোবাসা আর কেউ। সাগরের ভাটায় বিরহের টান যেন বিধৌত করে সকল মান অভিমান! সাগর পাড়ে ভেজা বালুতে খালি পায়ে হঁাটা তোমার স্পশের্র মতো কি স্নেহ কি মায়া। নদী ও সাগরের মিলনের মোহনা তোমার আমার প্রেম ভালোবাসার কেবলই আরাধনা। স্নিগ্ধ প্রকৃতিতে কোকিলের ডাকে তোমার ভাবনা হৃদয়ে সদা জাগে। রাতের নিস্তব্ধতা, সুনসান নীরবতায় চঁাদের আলোতে তোমার নিঃশ্বাসের স্পশর্ সমস্ত সত্তা জুড়ে। জলযানের সৃষ্ট পানির শুভ্রসাদা ঢেউকে ঘিরে নজর কাড়া গাঙচিলের পিছু নেয়া যেন আমার যাত্রাকালে পথপানে তোমার চেয়ে থাকা! হঠাৎ কালবৈশাখীর তাÐবে হিজল তমাল বৃক্ষরাজির সলিল স্নান যেন দুশ্চিন্তায় তোমার হৃদয়ে রক্তক্ষরণ ও দুচোখে লোনা জলের বান! প্রকৃতি ও তোমাকে অভিন্ন এক ভালোবাসা, মায়ার সৃষ্টি করেছেন সবর্শক্তিমান।