সোনালি ধান
প্রকাশ | ২১ নভেম্বর ২০২২, ০০:০০
এইচ, এম কাওছার হোসাইন
ধান পেকেছে মাঠ সেজেছে
সোনালি এক সাজে,
ঝলমলে হাসি ফুটলো তাই
কৃষক চাষির মাঝে।
কৃষক চাষির ঘরে ঘরে
আসবে দূরের কুটুম,
নতুন ধানে হরেক রকম
পিঠা পুলির ধুম।
মাঠে ঘাটে পাড়ায় পাড়ায়
ধান বিছানো পথে,
মাটির উপর পা পড়ে না
ধানের উপর হাঁটে।
ধান পেকেছে ধান পেকেছে
রব উঠেছে বেশ,
পাড়ায় পাড়ায় গ্রাম-গঞ্জে
সারা বাংলাদেশ।