পাহাড় নাচে ঝুমুর তালে
প্রকাশ | ২১ নভেম্বর ২০২২, ০০:০০
সোমা মুৎসুদ্দী
পাহাড় নাচে ঝুমুর তালে
শুভ্র মেঘও সাজে
সাঁওতালি ও হাজং মেয়ে
হাসে মধুর লাজে।
জুম চাষেরি ধুম লেগেছে
সারা পাহাড় জুড়ে
চাকমা মেয়ে নাচছে দেখো
কার বাঁশির ঐ সুরে।
পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে
মুগ্ধতারই আলো
সেই আলোতে রোদের ছটা
দেখতে লাগে ভালো।