হৈমন্তিক সুখ
প্রকাশ | ২১ নভেম্বর ২০২২, ০০:০০
মজনু মিয়া
চলায় বলায় গানের সুরে ধানের কথা হয়
শুয়ে বয়ে আলাপনে এটাই মধুময়
পাকা ধানের খেতের আলে দু'হাত ধরে হাঁটি
কথায় কথায় মুখে বলি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি খাঁটি খাটলে সোনা ফলে
রুপালি মাছ মিলে সুন্দর নামলে গিয়ে জলে
পিঠা পায়েস উৎসব করে খাওয়া হয় এই দেশে
নিমন্ত্রণ রয় সবার জন্য অধিক ভালোবেসে
ছড়ানো ছিটানো ধানে গোলা ভরে যায়
সুখের স্বপ্ন দেখে তখন শাড়ি গহনায়।