কেরানীগঞ্জে আলোচনা সভা

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর কেরানীগঞ্জে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কোনাখোলায় অবস্থিত শরীফ ফুডকোর্ট অ্যান্ড ড্রিম পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। এতে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কমিটির উপজেলা সমন্বয়ক মাসুম পারভেজ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ফ্রেন্ডস ফোরাম একটি পাঠক সংগঠন এবং ফ্রেন্ডস ফোরাম বিষয়টি এই নয় যে, এটি দৈনিক যায়যায়দিনের পাঠক সংখ্যা বৃদ্ধি করবে। ফ্রেন্ডস ফোরামের উদ্দেশ্য হলো এই সংগঠনটির মাধ্যমে আমাদের দেশে এমন প্রজন্ম গড়ে তোলা হবে- যারা এক সময় আলোকিত মানুষ হয়ে উঠবে। যে মানুষ এই দেশটাকে আমাদের দেশ হিসেবে বিশ্ব দরবারে হাজির করবে। মাসুম পারভেজ বলেন, ফ্রেন্ডস ফোরাম কিন্তু সেই বিশ্বাস ও ভরসা থেকেই তার কর্মপরিকল্পনা পরিচালনা করছে এবং ফ্রেন্ডস ফোরাম সেই বিশ্বাসের জায়গা থেকে উঠে এসেছে। তাই ফ্রেন্ডস ফোরাম মনে করে, এই দেশ বদলাবে, পরিবর্তন হবে। ফোরাম বলে, আসুন- 'বন্ধুত্ব করি, দেশ গড়ি।' এছাড়া কমিটির গঠনের লক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহণ করেন লেখক কাওসার আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থী মিজানুর রহমান, বেসরকারি চাকরিজীবী রানা খান, সংগঠক ও অভিনয় শিল্পী আলআমিন মিনহাজ, মিলস্নাত, সাংবাদিক শিপন উদ্দিন, সংগঠক মোহাম্মদ সাদি, সরকারি ইস্পাহানী কলেজের শিক্ষার্থী মৃদুল রাজবংশী প্রমুখ। চা চক্রের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে।