হলদে হাসি

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

আলাউদ্দিন হোসেন
শর্ষে ফুলে রং লেগেছে প্রকৃতিজুড়ে হাসি মৌমাছিদের রূপের ভেলা খুশি মধু চাষি। সবুজ মাঝে হলদে হাসি আহারে কি রূপ হাসিমাখা রূপের ছোঁয়া মাঠ প্রান্তর চুপ। দিগন্তজোড়া হলদে চাদর শীতল বাতাসে ঘ্রাণ পলিস্নগাঁয়ে হলদে হাসি জুড়ায় মনঃপ্রাণ। শুভ হোক নতুন বছর কনক কুমার প্রামানিক জরা ব্যাধি দূরেই থাকুক সুখে কাটুক বছর, মিলেমিশে কাটুক সবার আলোকিত হোক ঘর। পুরান থেকে শিক্ষা নিয়ে সাজুক নতুন দিন, হাসি-খুশিতে প্রাণ ভরবে মুছবে বিষাদ ঋণ। নতুন দিনে নতুন রবি হবো নাকো কেউ পর, জঞ্জাল সব সাফ হয়ে শুভ হোক এ বছর।