মৌমাছির দল

প্রকাশ | ০৯ জানুয়ারি ২০২৩, ০০:০০

আজাদ হোসেন
মৌমাছির দল ওই ফুলে যাও ফুলে ফুলে মধু সব খাও হওগো ফুলের অলি, শত ভালোবাসা দিয়ে ফুটাও ফুলের কলি। মধু লুটে আসো ফিরে কত্ত স্বপ্ন মৌচাক ঘিরে মধু জোগান দিতে, যাও ছুটে যাও দূরের বনে মধু লুটে নিতে। সারা বছর নীড়ে বসে যাচ্ছো শুধুই অঙ্ক কষে ফুলকে ভালোবেসে, দিনের পর দিন কষ্ট কর মিষ্টি মুখে হেসে।