ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবতর্ন দিবস

প্রকাশ | ১৫ জানুয়ারি ২০১৯, ০০:০০

ইউনুছ আলী আনন্দ
তরুণ কবি মুহাম্মদ হাফিজুর রহমানের স্বরচিত কবিতা ‘আদশর্ নেতা’ আবৃত্তি করা হয়
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাজার রংধনু পাঠাগার ও চাষি ক্লাবের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবতর্ন দিবসে ফ্রেন্ডস ফোরাম অংশগ্রহণ করেছে। স্থানীয় শাহবাজার শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা ফ্রেন্ডস ফোরাম ও ফুলবাড়ী সাহিত্য পরিষদের সদস্য তরুণ কবি মুহাম্মদ হাফিজুর রহমানের স্ব-রচিত কবিতা ‘আদশর্ নেতা’ আবৃত্তি করা হয়। কবিতাটি লেখা হয়েছে ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বতর্মান কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগের সাহসী নেতা আহম্মদ আলী পোদ্দার রতনকে নিয়ে। এর প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী পোদ্দার রতন বলেন, মুহাম্মদ হাফিজুর রহমানের যথেষ্ট প্রতিভা রয়েছে। সে ভবিষ্যতে ফুলবাড়ী তথা শাহবাজারের হারিয়ে যাওয়া সাহিত্য-সংস্কৃতি ফিরে আনার ভ‚মিকা রাখতে পারবে এই প্রত্যাশা ও আমি তার মঙ্গল কামনা করছি। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহŸায়ক আব্দুল খালেক বসুনীয়া, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এজাহার আলী, রংধনু পাঠাগারের সাধারণ সম্পাদক গীতিকার ও শিশু সাহিত্যিক তৌহিদ-উল ইসলাম প্রমুখ। উপস্থিত শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এজাহার আলী, ফ্রেন্ডস ফোরাম উপদেষ্টা সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগর্। উপদেষ্টা ফ্রেন্ডস ফোরাম, ফুলবাড়ী, কুড়িগ্রাম