শীতের বুড়ি

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

এম এ রহমান
আকাশ চুয়ে কুয়াশার দল রাত্রি হলে নামে এমন দিনে শীতের বুড়ি ঘুরে শহর-গ্রামে। সাদা চাদর গায়ে দিয়ে শীতের লাঠি হাতে নিয়ে কনকনিয়ে হাসে সুয্যি মামার রোদের পাখা কুয়াশাতে মাখা মাখা এমন শীতের মাসে। খেজুর রসের পিঠা-পুলির ঘ্রাণে ছুটে আসে সর্ষে ফুলের হলুদ শাড়ি পড়তে ভালোবাসে। কুয়াশাতে ভেসে ভেসে রাত্রি-সকাল হেসে হেসে শীত বুড়িটা ঘুরে সুয্যি মামা দুপুর বেলায় যদি আসে রোদের ভেলায় পালায় বুড়ি দূরে।