রোদের মিষ্টি চুম

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

আজাদ হোসেন
ঘোর কুয়াশায় ঘেরা সকাল যায় না দেখা সূর্যের মুখ, একটু পেলে রোদের আভাস তাতেই লাগে অনেক সুখ। ভালো লাগে শীতের সকাল খুবই মিষ্টি খেজুর রস, বাড়ির পিছে সোনা রোদে দাদু বলে একটু বস। দাদুর পাশে বসে বসে নিচ্ছি সুখে রোদের তাপ, রোদের পরশ লাগলে গায়ে যায় কমে যায় শীতের চাপ। ভালো লাগে মিষ্টি রোদের হালকা তাপের মিষ্টি চুম, রাতের বেলা লেপের নিচে যায় হয়ে যায় সুখের ঘুম।