পথশিশু

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

এম হাবীবুলস্নাহ
শীতকালে সূর্যের তেজটাও কমে যায় অসহায় পথশিশু ঠান্ডায় জমে যায়। মানুষের দ্বারে দ্বারে হাত পাতে রোজ রোজ অনাহারে দিন কাটে দূরে থাক ভূরিভোজ। চেহারায় মলিনতা পুরোপুরি স্পষ্ট স্নেহ ভালোবাসা বিনে জীবনটা নষ্ট। সমাজের অধিপতি যারা আজ কোটিপতি বাড়ালেই দুটি হাত শান্তির নীড় পাবে পথশিশু ও অনাথ।