শীতের সূর্য

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

মাহবুব-এ-খোদা
সূর্যমামা গগন কোণে লুকিয়ে কেন থাকো? হিমকুয়াশায় কাঁপছে মানুষ তাপ দিয়ে শীত ঢাকো। দিন কেটে যায় বৃদ্ধ-শিশুর লেপ জড়িয়ে গায়ে, শীতে কাতর পথশিশু ধোঁকে ডানে-বায়ে। সূর্যমামা আর সহে না দাও বাড়িয়ে মুখ, তোমার তাপে শীত পালাবে আসবে দেহে সুখ।