অবশেষে এই মনে

প্রকাশ | ১৬ জানুয়ারি ২০২৩, ০০:০০

আবুল বাশার শেখ
এই শহরের দেয়ালে দেয়ালে \হহারিয়েছে বিজ্ঞাপন দিয়েছি \হবাদ রাখিনি পত্রিকার পাতাও। \হছুটে গেছি গ্রামের সবুজ পরিবেশে \হএপ্রান্ত থেকে ওপ্রান্ত কৌশলে খুঁজেছি, \হশাল গজারের শুকনো পাতার নিচে \হহাতড়ে বেড়িয়েছি নির্জনে \হশুকনো খিরুর তীরও বাদ যায়নি। \হছেঁড়া জুতোয় নগ্ন পায়ে ভোজ পাথরের \হমন কাটার আঘাতের ক্ষত \হশুকনো কাপড়ে বেঁধেছি নীরবে। \হঅন্ধ রজনীর ডাহুকের করুণ আর্তনাদ \হথামাতে চেয়েছি, পারিনি, ব্যর্থ হয়েছি \হভোরের সূর্য শিশিরের সাথে মিতালী করে \হদেখেছি কাছে থেকে, ধরিনি তবুও, সে পালিয়েছে \হঅথচ পথ ভুলা এই আমি ছুটেছি তো ছুটছি \হএখান থেকে ওখানে দৃশ্যমান সবখানে \হতোমায় খুঁজেছি, পাইনি কোথাও \হঅবশেষে তোমাকে পেলাম এই মনে।