শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বর্ণমালার সুখ

মো. আব্দুর রহমান
  ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

পিলপিলিয়ে মৌমাছিরা

ফুলের ডগায় বসে,

মায়ের ভাষায় বললে কথা

মুখটা ভরে রসে।

ছড়ার কথায় গল্প মালায়

বাংলা মধুর ভাষা,

রাখাল-মাঝির মিষ্টি সুরেও

গানটা শোনে চাষা।

কোকিল-দোয়েল, শাপলা-বকুল

নামগুলি যায় লিখে,

বর্ণমালা হাসতে থাকে

খুকি যখন শিখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে