বীরত্বের সম্মান

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

আজাদ হোসেন
রাত জাগা ওই পাখিগুলো থাকে অপেক্ষায়, আয় ফিরে আয় বীর শহীদ সব সোনার এই বাংলায়। রক্তে মাখা বাংলা ভাষা আছে কলিজায়, বাংলার মাটি সোনার মাটি মাখি সারা গায়। দেশের গানে এই কলিজায় লাগে শিহরণ, মায়ের ভাষা বাংলা ভাষা শান্তি সারাক্ষণ। জীবন দিয়ে বাংলা ভাষার দিলেন যারা প্রাণ, এই বাংলাতে তাদের রইলো বীরত্বের সম্মান।