মনুষ্যত্ব

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

ওয়াহিদ হোসেন
আমি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষাথীর্ একজন কমপ্লিট করিয়াছি হাজারো সিলেবাসে লেখা বই, তবুও খুঁজিয়া পাইনি মনুষ্যত্বের সই। মানুষে মানুষে বিভেদ আর বিভাজন দেখে ভাই, সংকীণর্তা দেখিতে দেখিতে সিলেবাস হলো ছাই। সবাই অথির্বত্তের আশায় বিভোর ভয় হয় মনে, ভয় হয় যদি আসে সেই দিন, তখন আমি করিব কি? থাকিব কিভাবে মনুষ্যত্বহীন?