নদীর দেশ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

কবির কাঞ্চন
নদীমাতৃক বাংলাদেশে কতো হাজার নদী কলকলিয়ে ছলছলিয়ে বইছে নিরবধি। নদীর ধারের মানুষগুলো নদী ঘিরে বঁাচে জীবননদের উজানভাটা সুখে-দুঃখে আসে। ভাঙাগড়ার দারুণ খেলায় মানুষগুলো মাতে নতুন করে বসতবাড়ি গড়ে দিনেরাতে। নদীর স্রোতে কভু আবার কারোর স্বজন হারায় বুকের মাঝে নদী ছুটে প্রবল স্রোতধারায়। মানুষ-নদী মিশে আছে হাজার বছর ধরে নদীর প্রভাব সবচেয়ে বেশি বাংলাদেশির তরে।