যমুনা কলেজে কবিতার আসর

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ০০:০০

মো. মনিরুজ্জামান
সাহিত্য আড্ডা শেষে বন্ধুরা
“কবিতা দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধকে ঠেকানো সম্ভব। মূলত কবিতার মতো এত বড় মারাত্মক অস্ত্র পৃথিবীতে আর একটিও নেই।” সেই কবিতা নিয়ে ফ্রেন্ডস্ ফোরামের আসর বসেছিল বঙ্গবন্ধু যমুনা সেতুর পূবর্ পাড়ে যমুনা কলেজে। ফ্রেন্ডস্ ফোরামের যমুনা কলেজের আহŸায়ক বাংলা বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে পৌষের শেষ দিনে রবিবার কবিতার আসরে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মুহম্মদ মুসতানজিদ। বিশেষ অতিথি ছিলেন দৈনিক যায়যায়দিন টাঙ্গাইলের ভূঞাপুর প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান। সভাপতি তার বক্তব্যে বলেন, এ ধরনের সাহিত্য আড্ডায় অংশগ্রহণ করতে পেরে আমার খুবই ভালো লাগছে। আশা করি, এ সাহিত্য আড্ডা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে। এ ধরনের আড্ডা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে হবে । অধ্যাপক আখতার হোসেন খান বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের ব্রত অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সমতাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কমর্কাÐ পরিচালনা করে আসছে জেজেডি ফ্রেন্ডস্ ফোরাম। তারই ধারাবাহিকতায় এ সাহিত্য আড্ডার আয়োজন। শীতের পিঠা ও শীতের কবিতা নিয়ে স্মৃতিচারণ করেন অধ্যাপক আব্দুস ছালাম, আইয়ুব আলী, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম, এস এম নাজমুল গণি, সন্দিপন সাহা, নিলুফার ইয়াসমিন (শিম্মি), নাজমা আক্তার, নিজাম উদ্দিন, লিটন পাল প্রমুখ। স্বরচিত কবিতা পাঠ করেন স ম আজাদ, মনিরুজ্জামান, আখতার হোসেন খান। আহŸায়ক জেজেডি ফ্রেন্ডস্ ফোরাম যমুনা কলেজ